ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

আইপিএলের ইতিহাসে ব্যয়বহুল বোলিং-র রেকর্ড

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

এক ইনিংসে সবচেয়ে ব্যয়বহুল বোলিং করে আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা পেসার বাসিল থাম্পি।
বৃহস্পতিবার  সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার ম্যাচে চার ওভার বল করে ৭০ রান দেন থাম্পি। এটি আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল বোলিং এর আগে আইপিএলে সবচেয়ে ব্যয়বহুল বোলিং ছিল ইশান্ত শর্মার। ২০১৩ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চার ওভার বল করে ৬৬ রান দিয়েছিলেন তিনি।
বাসিল থাম্পি চার ওভার বল করে ৭০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। তিনি ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন। সেই ওভারে তিনি ১৯ রান দেন। পরে ১৩তম ওভারে এসে দেন ১৮ রান। ১৬ ও ১৯তম ওভারে এসে তিনি যথাক্রমে ১৪ ও ১৯ রান দেন।

এসএ/