ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আসলাম চৌধুরী ২ দিনের রিমান্ডে

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১৫ জুন ২০১৬ বুধবার | আপডেট: ০৩:০৬ পিএম, ১৫ জুন ২০১৬ বুধবার

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দুই মামলায় ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মতিঝিল ও লালবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় আসলাম চৌধুরীর দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে মতিঝিল থানার মামলায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এবং লালবাগ থানার মামলায় ম্যাজিস্ট্রেট নূর নবীর আদালত একদিন করে মোট দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় ৭ দিন করে এবং তৃতীয় দফায় ৫ দিন রিমান্ডে নেয়া হয় আসলাম চৌধুরীকে।