ঈদের আগের তিনদিন সড়কে ভারি যান চলাচল বন্ধ : কাদের
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার

ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদে মানুষজন যাতে ভালোভাবে বাড়ি যেতে পারে সেজন্য এসব ভারি যান চলাচল বন্ধ রাখা হবে।
আজ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে সুত্রাপুর সাসেস এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদ সামনে রেখে ৮ জুনের মধ্যে সব রাস্তার মেরামত কাজ শেষ করতে হবে। ঘরমুখো মানুষের নিরাপত্তা বিধানে মহাসড়কে ৮০০-৯০০ হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
তিনি বলেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, রাস্তাকে চলাচল এবং ব্যবহার উপযোগী রাখতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে তবে বৃষ্টিকে অজুহাত করে রাস্তার মেরামত কাজ সঠিকভাবে হবে না এটা আমি শুনব না।
/ এআর /