ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয় ভাঙ্গচুর করেছে ছাত্রদলের পদবঞ্চিতরা

প্রকাশিত : ০৮:২০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার | আপডেট: ১০:৪২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার

কমিটি নিয়ে তুলকালাম চলছে ছাত্রদলে। কমিটি ঘোষণার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্রদলের একটি অংশ। পদবঞ্চিত এবং কাঙ্খিত পদ না পাওয়ায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং ছাত্রদলের অফিসে ভাঙ্গচুর চালিয়েছে তারা। এসময় দলীয় কার্যালয়সহ রাস্তায় থাকা ৩ টি মোটর সাইকেলে আগুন দেয় বিক্ষুব্ধরা। তবে এই ঘটনাকে আসন্ন কাউন্সিল বানচাল করার ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দীয় কার্যালয়ে মিছিল নিয়ে সমাবেত হয় ছাত্রদলের পদ বঞ্চিতরা। এক পর্যায়ে তারা পল্টন অফিসের সামনে থাকা তিনটি মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। পল্টন অফিসে চতুর্থ তলায় অবস্থিত ছাত্রদলের কার্যলয়েও ভাঙ্গচুর করে এবং ধরিয়ে দেয়া হয় আগুন। বিছিন্ন হয়ে যায় অফিসের বিদুৎ সংযোগ। এরপরপরই পুলিশ ও ফায়ার সর্ভিস ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, আসন্ন কাউন্সিল বানচাল করতেই একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত থাকলেও কোন ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তার। তবে পুলিশ অভিযোগ প্রত্যাখান করে বলেছে, ঘটনা স্থলে পৌছে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে।