ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

বিক্রি হয়ে গেল কিশোর কুমারের পৈতৃক ভিটা

প্রকাশিত : ১০:৪৯ এএম, ২০ মে ২০১৮ রবিবার

অবশেষে বিক্রি হয়ে গেল কিংবদন্তী গায়ক কিশোর কুমারের পৈতৃক ভিটা। এই বাড়ি অপর কিংবদন্তী নায়ক অশোক কুমার ও অনুপ কুমারের বাড়িও।

জানা গেছে, খাণ্ডোয়ারই এক ব্যবসায়ী ওই বাড়িটি কিনে নিয়েছেন।
এর আগে পুরানো এই গাঙ্গুলি ভবন ভেঙে ফেলার নোটিশ দিয়েছিল স্থানীয় পৌরসভা। তখনই বিতর্ক ওঠে। পরে জানানো হয় বাড়িটি সংরক্ষণ করা হবে।
১৯২৯ সালে কিশোর কুমার মধ্যপ্রদেশের খান্ডোয়াতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন আইনজীবী। ময়ের নাম গৌরী দেবী। চার ভাই বোনের ভিতর কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ।
শুধু কিশোর কুমার নন, তার বড় দাদা তথা প্রয়াত অপর কিংবদন্তি নায়ক অশোক কুমারের শৈশব কেটেছে খান্ডোয়ার গাঙ্গুলি হাউসে। বলিউডের সফল অভিনেতা ছিলেন তিনি। পরিচিত ছিলেন দাদামনি নামেই। আবার এই বাড়িতেই শৈশব কেটেছে অভিনেতা অনুপ কুমারের। তিনিও কিশোর কুমারের এক দাদা।
সূত্র : জি নিউজ

এসএ/