ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ঈদে মুক্তি নিয়ে জটিলতায় ভারতীয় দুই সিনেমা

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২০ মে ২০১৮ রবিবার

আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ কলকাতার জিৎ অভিনীত ‘সুলতান’ সিনেমা। ইতিমধ্যে ‘ভাইজান এলো রে’ সিনেমার মুক্তির ব্যাপারে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

বিষয়টি নিয়ে সিনেমার প্রযোজক অশোক ধানুকা বলেন, ‘শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল অভিনীত ‘ভাইজান এলো রে’ সিনেমাটি ঈদুল ফিতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একসঙ্গে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে। যদিও এর মুক্তি নিয়ে বাংলাদেশে কিছুটা সমস্যা তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আশা করি, এটা থাকবে না। বাংলাদেশের আইন অনুযায়ীই সিনেমাটি ঈদে মুক্তি পাবে।’

অশোক ধানুকা বলেন, ‘বাংলাদেশ সাফটা চুক্তি ও যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের বিষয়টি এখনও বিদ্যমান। আমরা সাফটার মাধ্যমে সিনেমাটি ঈদে মুক্তি দিচ্ছি। আদালত আমাদের কাছে কিছু বিষয় জানতে চেয়েছে। সেটা আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিচ্ছি। আদালত তো সিনেমাটি মুক্তি দিতে নিষেধাজ্ঞা আরোপ করেননি। সব কিছু ঠিক থাকলে ঈদে সিনেমাটি মুক্তি পাবে।’

অন্যদিকে মুক্তির প্রতিক্ষায় রয়েছে ‘সুলতান’ সিনেমাও। এটি পরিচালনা করেছেন রাজা চন্দ। এ সিনেমাটির ক্ষেত্রেও একই অভিযোগ রয়েছে। মিম ও জিৎ জুটির এ সিনেমাটি প্রথমে বলা হয় জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা সংস্থা থেকে যৌথভাবে নির্মাণ করা হবে। কিন্তু শুটিং শেষে জানা যায় যৌথ প্রযোজনায় নয়, এটি ভারতীয় সিনেমা হিসেবেই ঈদে মুক্তির প্রক্রিয়া চলছে।

এসএ/