ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   চৈত্র ৩১ ১৪৩১

প্রবাসিদের পাঠানো রেমিটেন্সের মাত্র ২৫ দশমিক ৩৩ শতাংশ অর্থ বিনিয়োগে যাচ্ছে

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২০ পিএম, ১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার

প্রবাসিদের পাঠানো রেমিটেন্সের মাত্র ২৫ দশমিক ৩৩ শতাংশ অর্থ বিনিয়োগে যাচ্ছে। আর ৮ দশমিক ৪ শতাংশ অর্থ সঞ্জয় হচ্ছে। বৃহস্পতিবার রাজধানিতে পরিসংখ্যান ব্যুরু প্রকাশিত প্রবাসি আয় বিনিয়োগ জরিপ ২০১৬ এর ফলাফলে উঠে আসে এসব তথ্য। জরিপের তথ্য আরও বলছে, প্রবাসিদের পাঠানো অর্থের ১০ দশমিক ৮৭ শতাংশ ব্যায় হয় বিদেশে যাওয়ার আগে করা ঋণ পরিশোধে আর ৯ দমশমিক শুন্য ৮ শতাংশ ব্যায় হয় জমি কিনতে। পাঠানো অর্থের ৭৮ শতাংশই আসছে বৈধ পথে। সমগ্র বাংলাদেশে প্রায় সাড়ে দশ হাজার রেমিটেন্স গ্রহিতা পরিবারের উপর জারিপের ভিত্তিতে এ ফলাফল প্রকাশ করা হলে।