ঢাকা, মঙ্গলবার   ১৮ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

বিভিন্ন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭

প্রকাশিত : ০৭:৫৩ এএম, ২১ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৮:২৬ এএম, ২১ মে ২০১৮ সোমবার

ফাইল ফটো

ফাইল ফটো

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ও মাদক ব্যবসায়ীদের নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে বিভিন্ন স্থানে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে যশোরে ৩ এবং ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী ও টাঙ্গাইলে একজন করে নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে আইনশৃঙ্গলা বাহিনী সূত্র জানিয়েছে।
রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে মাদকবিরোধী অভিযানকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম আজাদ নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ১৫শ পিস ইয়াবা এবং একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

কালিগঞ্জ-নলডাঙ্গা সড়কের নরেন্দ্রপুর এলাকায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাবের সঙ্গে `বন্দুকযুদ্ধে` ছবদুল মন্ডল (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একশ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা, ২ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
রোববরার দিনগত রাত পৌনে ১টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের সন্যাসীতলা মাঠের মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জনাব আলী (৩২) নামে এক চিহ্নিত মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শটগান, দু’টি কার্তুজ, ৩টি রামদা এবং এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় জীবননগর থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। এরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন হোসেন, কনস্টেবল ওয়ালিদ রহমান এবং কনেস্টবল জুয়েল।

উল্লেখ্য, রোববার দিনগন রাত সাড়ে ১২টা থেকে সোমবার (২১ মে) ভোর পর্যন্ত এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এসএ/