ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

বিক্রির তালিকায় ভারতীয় শাড়ীর আধিপত্য বেশি

প্রকাশিত : ০৮:১১ এএম, ১৮ জুন ২০১৬ শনিবার | আপডেট: ০৮:১১ এএম, ১৮ জুন ২০১৬ শনিবার

কোন উৎসব ছাড়াই যে পোশাক নারীর পছন্দের তালিকায় থাকে, তা হলো শাড়ি। আর উৎসবের সময় এর চাহিদা বাড়ে বহুগুণ। ব্যতিক্রম নেই এবারের ঈদেও। তবে, বিক্রির তালিকায় ভারতীয় শাড়ীর আধিপত্য বেশি বলে জানিয়েছেন দোকানীরা। মধ্যবিত্তের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিটি উৎসবে প্রয়োজনীয় পোশাকের অন্যতম শাড়ি। নকশার পাশাপাশি বৈচিত্র থাকে পাড় কিংবা আঁচলে। হাতে কাজ করা শাড়ির মান ও মূল্য অনেকটাই নির্ভর করে ক্রেতার সন্তুষ্টির উপর। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, ক্রেতাদের কাছে ভারতীয় শাড়ির কদর কিছুটা বেশি। তবে, শাড়ির বাজার এবং ক্রেতাদের চাহিদা নিয়ে বিক্রেতাদের রয়েছে ভিন্ন ভিন্ন মত। সুলভমূল্যে শোভনীয় পোশাকের জন্য শাড়িই পছন্দ করেন অনেকে।