ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

কেরালায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২১ মে ২০১৮ সোমবার

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কেরালায় তিন জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেপি নাদা জাতীয় রোগ নিয়ন্ত্রণ বিভাগকে নিপাহ ভাইরাস প্রতিরোধে কেরালা সরকারকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

এদিকে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় কেরালার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তারা তিন রোগীর মৃত্যুর পরই নিপাহ প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া আরও দুই রোগীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে। গত রোববার লোকসভার সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী রামাচন্দ্রন নিপাহ ভাইরাস প্রতিরোধে দেশটির কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি
এমজে/