দুই মামলায় খালেদার জামিন শুনানি আজ
প্রকাশিত : ১০:০০ এএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৪২ এএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কুমিল্লার নাশকতার ও নড়াইলে মানহানির মামলায় হাইকোর্টে জামিন আবেদনের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার কার্যতালিকায় তিন মামলার মধ্যে দুটি আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানির জন্য সময় চান। ফলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
কুমিল্লার নাশকতার দুটি এবং নড়াইলে মানহানির একটি মামলায় জামিন চেয়ে গত রোববার হাইকোর্টে আবেদন দাখিল করেন খালেদা জিয়া।
উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৩টি, ঢাকায় ২টি ও নড়াইলের ১টি মামলায় তিনি জামিনে নেই। কারামুক্তি পেতে এসব মামলায় তাকে জামিন নিতে হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার প্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।
একে//