ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

৯ জেলায় ‘বন্দুকযুদ্ধে ১১ মাদক ব্যবসায়ী’ নিহত [ভিডিও]

প্রকাশিত : ১০:২৩ এএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:২০ এএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

সারা দেশে নয় জেলায় কথিত বন্দুকযুদ্ধে ১১ ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতের বিভিন্ন সময়ে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে এসব বন্দুকযুদ্ধ হয়।

এর মধ্যে কুমিল্লার অরণ্যপুরে দুজন, নীলফামারিতে দুজন এবং নেত্রকোনা, নারায়ণগঞ্জ, ফেনীর লেমুয়া, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দিনাজপুর, চট্টগ্রামের বায়েজিদে একজন করে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
র‍্যাব ও পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। ‘বন্দুকযুদ্ধের’ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রতি রাতেই মাদক ব্যবসায়ীরা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হচ্ছেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, গত এক সপ্তাহে সারা দেশে ২২ ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এর মধ্যে গত রোববার চারজন এবং গতকাল সোমবার নয়জনসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।

এছাড়া গত ১৫ মে দুজন, ১৭ মে তিনজন, ১৮ মে একজন, ১৯ মে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে আজ মঙ্গলবার আরও ১১ জন নিহতের খবর এল।  

সোমবার রাতে নিহতরা হলেন-নেত্রকোনা সদর উপজেলার আমজাদ হোসেন (৩২), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামরুজ্জামান সাধু প্রমুখ।


/ এআর /