ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

আইন ভঙ্গ করলে প্রধানমন্ত্রীকেও ছাড় দেবে না: মাহাথির

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:১৭ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মাহাথির মোহাম্মদ বলেন, আইন ভঙ্গ করলে, অনিয়ম করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকারি কর্মকর্তাদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মাহাথির বলেন, প্রধানমন্ত্রীও যদি আইন ভঙ্গ করে, তাকেও ছাড় দেবে না।

বাণিজ্যিক রাজধানী পুত্রজায়ায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের এক সম্মেলনকালে তিনি এ মন্তব্য করেন। নতুন মালয়েশিয়া গড়ার লক্ষ্যে সরকারি কর্মচারীদের ‘অবিভক্ত সহযোগিতা’ চেয়ে এ কথা বলেন তিনি।

সম্মেলনে মাহাথির মোহাম্মদ জানান, মালয়েশিয়ার বৈদেশিক দেনার পরিমাণ ১ লাখ কোটি রিঙ্গিত ছাড়িয়ে গেছে, যা ২৫০ বিলিয়ন ডলারের চেয়েও বেশি।
মাহাথির ওই পরিমাণ রাষ্ট্রীয় ঋণের জন্য পরাজিত নাজিব রাজাক সরকারের ক্ষমতার অপব্যবহারকে দায়ী করেছেন। নাজিব রাজাকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নাজিব রাজাক ও তার সরকারের ব্যক্তিরা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এখন থেকে সব বন্ধ। কেউ দুর্নীতি করলেই, তাকে পাকাড়াও করা হবে।’

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
এমজে/