তাজিনের শেষ স্ট্যাটাস : মা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার
জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের ফেসবুকে শেষ স্ট্যাটাস ছিল মা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।
গত বছরের ১৭ এপ্রিল এ ধরনের একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ফেসবুকে নিজের বিভিন্ন ছবি শেয়ার করেছেন তিনি।
মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে উত্তরার একটি হাসপাতালে নিভে গেছে অভিনেত্রী তাজিনের জীবনপ্রদীপ।
এর আগে দীর্ঘদিন ধরেই খবরের আড়ালে ছিলেন তিনি। কিন্তু এবার খবরের শিরোনাম হলেন প্রস্থানের খবর নিয়ে। তার হাসিমাখা মুখটি আর দেখতে পাবেন না সহকর্মীরা।
দুপুরের দিকে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ অভিনেত্রী। অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয় তাকে।
জানা গেছে যখন তাজিনের হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। উনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যান।
অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম অর্জন করেছেন তিনি। খুব ভালো তাজিন আহমেদের লেখার হাতও। অনেক দিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে।
ঢাকার ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছেন তাজিন আহমেদ। দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত `শেষ দেখা শেষ নয়` নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল।
নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। তিনি দীর্ঘদিন থিয়েটারে অভিনয় করেছেন।
এসএইচ/