ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

শীর্ষ ইয়াবা চোরাকারবারিরা প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছে (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২৩ মে ২০১৮ বুধবার

কক্সবাজারের সীমান্ত এলাকায় শীর্ষ ইয়াবা চোরাকারবারিরা আবারও প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছে। কয়েকজন প্রভাবশালী স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধেও ইয়াবা ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মাদকের বিস্তার নিয়ে জনমনে দেখা দিয়েছে উৎকন্ঠা। মাদক প্রতিরোধে সচেতনতা কার্যক্রমসহ তৎপরতা বাড়াচ্ছে আইন-শৃংখলা বাহিনী।

টেকনাফ ও উখিয়ায় আইন-শৃংখলা বাহিনী রোহিঙ্গা নিয়ে ব্যস্ত থাকায়, এতোদিন গা ঢাকা দেয়া চিহ্নিত ইয়াবা চোরাকারবারিরা সক্রিয় হতে শুরু করেছে।

মাদক পাচারকারি দ্রুত আইনের আওতায় না আসলে দেশে ইয়াবাসহ মাদকের ভয়াবহ বিস্তারের শঙ্কা এলাকাবাসীর।

স্থানীয়রা অভিযোগ, মরণ নেশা ইয়াবা ব্যবসায় ইউপি সদস্য থেকে শুরু করে এ অঞ্চলের অনেক প্রভাবশালী জনপ্রতিনিধিও জড়িত। মাদকের ব্যবসায় জড়িত থেকে, কৌশলে মাদকবিরোধী সভা-সেমিনারে লোক দেখানো বক্তব্য দিয়ে বিভ্রান্ত করছেন শৃংখলা বাহিনীকে।

মাদক বন্ধে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তবে প্রশাসনের দাবি, মাদক চোরাচালান ঠেকাতে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের ধরতে উখিয়া ও টেকনাফের সাঁড়াশি তল্লাশি চালানো হচ্ছে।

ইয়াবাসহ সব মাদক বন্ধে দৃশ্যমান তৎপরতার প্রত্যাশা সাধারণ মানুষের।