চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে পাত্তাই পেলো না চট্টগ্রাম রয়্যালস। ৬৩ রানের বড় ব্যবধানে জিতে শিরোপা নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এ নিয়ে দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতলো রাজশাহী।
এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার শিরোপা জিতেছে ঢাকা।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান।
ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদ তামিমের আগ্রাসী ও সাহিবজাদার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান এরপর ক্রিজে আসা কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ তামিম। শরীফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন।
একপ্রান্তে আগ্রাসী ব্যাটিং ৬১ বলে সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। ৬২ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় ১০০ রান করে আউট হন তিনি।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে রাজশাহী। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ১১ রান। এছাড়া ৭ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।
১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানের মাথায় সাজঘরের ফেরেন দুই ব্যাটার। ১০ বলে ৯ রান করেন ওপেনার নাঈম শেখ। আর ২ বল খেলে রানের খাতায় খুলতে পারেননি মাহমুদুল হাসান জয়।
চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন উইকেটরক্ষক ব্যাটার জাহিদুজ্জামান। তাকে নিয়ে কিছুক্ষণ লড়াই চালিয়ে মির্জা বেগ। কিন্তু দুজনের ধীরগতির ব্যাটিংয়ের কারণে ম্যাচটি চট্টগ্রামের হাতের নাগালের বাইরে চলে যায়। ১৩ বলে ১১ রান করে আউট হন জাহিদুজ্জামান। আর আউট হওয়ার আগে ৩৬ বলে ৩৯ রান করেন মির্জা বেগ।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ ওভার ৫ বলে ১১১ রানে অলআউট হয় চট্টগ্রাম।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন বিনুরা ফার্নান্দো। এছাড়া হাসান মুরাদ ৩টি ও জিমি নিশাম নেন ২টি উইকেট।
এএইচ
