ভোট ডাকাতির ষড়যন্ত্র শেষ হয়নি, সবাই সজাগ থাকুন : তারেক রহমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘ভোট ডাকাতির ষড়যন্ত্র শেষ হয়নি, সবাই সজাগ থাকুন।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নওগাঁ জেলার এটিম মাঠে এক নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘একটি দলের ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। একটা পক্ষ তো পালিয়ে গিয়েছে দেশ থেকে। কিন্তু আরেকটা পক্ষ আছে, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ বিভিন্ন সময় একসঙ্গেই ছিল, তলে তলে একসাথেই ছিল।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, গত ১৬ বছরেও আপনারা মাঠে ঘাটে কোথাও ওদেরকে পেয়েছেন? আন্দোলন-সংগ্রামে তাদেরকে পেয়েছেন? কোথাও ছিল না। ওই ভেতরে ভেতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ-কান খোলা রাখতে হবে। যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক-ওদিক না করে।
নওগাঁ ও জয়পুরহাটের ভোটারদের সকালে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোটের দিন তাহাজ্জুদ নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘ভোটকেন্দ্র খুললে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া আরম্ভ করবেন।’
তিনি বলেন, খেয়াল রাখবেন যারা ষড়যন্ত্র করছে, এরা আবার ২০০৮ সালের মতো আরেকটি ষড়যন্ত্র করছে। ওই যে—তথাকথিত আমি-ডামি নির্বাচন, নিশি রাতের নির্বাচন—তখন আমরা দেখেছি, লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না, অথচ ভেতরে সিল মারছে। এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তারেক রহমান বলেন, এখানে এসে শুনছি শুধু দাবি আর দাবি, এতো দাবি থাকলে গত ১৭ বছরে কি হলো? এই ১৭ বছরে উন্নয়ন হয়নি? আমরা যেহেতু এই দেশেই থাকবো, কাজেই আমাদেরই এই দেশের উন্নয়ন করতে হবে। প্লেনে চড়ে আমাদের তো আর হুট করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই।
তিনি বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে মেয়েদের পড়াশুনা পাশাপাশি স্বাস্থ্যসেবার জন্য ফ্যামিলি কার্ড দেব। আর ছেলেদের খেলার জন্য আলাদা ভাবে চিন্তা করছি। শুধু পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে কেন? খেলোয়াড় হয়ে সুনাম অর্জন করা যায়। পাশাপাশি অর্থনৈতিক আয় করা যায়। গ্রামের মা ও বাচ্চাদের জন্য হেলথ কেয়ার দেব। যেন ঘরে বসেই তার ছোট ছোট অসুখ ঠিক করতে পারে।
তারেক রহমান বলেন, বিএনপি সব সময় একটি স্লোগান দেয়। সেই স্লোগান হলো—জনগণই সকল ক্ষমতার উৎস। কারণ, বিএনপি জানে বিএনপির সাথে জনগণ আছে। বিএনপি জানে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস। গত ১৭ বছর ধরে বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার-নির্যাতনের মধ্যে আজও টিকে আছে এবং বিএনপি যে টিকে আছে তার প্রমাণ হচ্ছে এই যে, হাজারো লক্ষ মানুষ আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছে।
নওগাঁয় রেললাইন স্থাপন, কৃষি পণ্যের সংরক্ষণের জন্য হিমাগার শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানসহ বিভিন্ন দাবি পুরণ করতে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
বক্তব্যের শুরুতেই তিনি ৮ জন প্রার্থীকে পরিচয় করিয়ে নির্বাচিত করার জন্য উপস্থিত নেতাকর্মীদের অনুরোধ করেন। নওগাঁয় নির্বাচনী সমাবেশ করে তারেক রহমানের গাড়িবহর সন্ধ্যা ৭টায় বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়।
এমআর//
