ঢাকা, মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২৫ ১৪৩২

নিজ দেশে ফিরলেন ভারত ও বাংলাদেশের ৮৫ জেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ভারত ও বাংলাদেশ কোস্টগার্ডের হাতে আটক ৮৫ জেলে নিজ নিজ দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ভারতে আটক ৩২ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়ে। একইসঙ্গে বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় জেলেকে সে দেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্ররেখায় পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক সমুদ্ররেখায় ৩২ বাংলাদেশিকে হস্তান্তর ছাড়াও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর হয়ে আরও ছয় বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি মালিকানাধীন একটি ফিশিং বোট ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডও ভারতীয় মালিকানাধীন তিনটি ফিশিং বোট ফিরিয়ে দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এমআর//