ঢাকা, বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২৬ ১৪৩২

সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু, অর্থবহ ও স্বচ্ছভাবে আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি এবং তফসিল ঘোষণার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে সিইসি’র সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি কমিশনকে বলেন, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য তাঁর পক্ষ থেকে যতটুকু সহায়তা দেওয়া সম্ভব, তিনি তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করবেন। ‘যতটা দেওয়ার সুযোগ আছে, তার থেকেও বেশি দেবেন, কম দেবেন না’-রাষ্ট্রপতির এমন মন্তব্য উল্লেখ করেন ইসি সচিব।

ইসি সচিব আরও বলেন, বৈঠকে সিইসি ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর সর্বশেষ নিবন্ধন অবস্থা এবং নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি ব্যালট পেপারের রং, মুদ্রণ পদ্ধতি, ভোটারদের কাছে সরবরাহের উপায়, মক ভোটিংয়ে একজন ভোটার ভোট দিতে কত সময় নিচ্ছেন এবং গণনার পদ্ধতি- এসব বিষয়ে রাষ্ট্রপতি বিস্তারিত জানতে চান এবং কমিশন তাঁর কাছে সব তথ্য উপস্থাপন করে।

ইসি সচিব জানান, পোস্টাল ভোট নিয়ে রাষ্ট্রপতির বিশেষ আগ্রহ রয়েছে। তিনি এ ব্যবস্থার প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত দিক সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেন। কমিশনের পক্ষ থেকে বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করলে রাষ্ট্রপতি এর প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

সচিব আরো জানান,বুধবার( ১০ ডিসেম্বর) বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হবে। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে ইতোমধ্যে অবহিত করে চিঠি পাঠানো হয়েছে। ভাষণের শেষ মুহূর্তের প্রস্তুতি ও বিষয়বস্তুর চূড়ান্ত পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন।

এমআর//