ঢাকা, শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২২ ১৪৩২

‘সহসাই দেশে ফিরবেন তারেক রহমান, নির্বাচনে নেতৃত্ব দেবেন তিনি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আমীর খসরু বলেন, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।

খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। এটা কোনো ইস্যু নয় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই খালেদা বিদেশ যাত্রা নিশ্চিত হবে।

বিএনপির এই নেতা বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

দলের মনোনয়ন বিষয়ে তিনি বলেন, খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে।

এএইচ