ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

বাসের আগাম টিকিট বিক্রির প্রথম দিন যাত্রী শূণ্য

প্রকাশিত : ০৯:২০ এএম, ২০ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৯:২০ এএম, ২০ জুন ২০১৬ সোমবার

ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রির প্রথম দিনে টার্মিনালের কাউন্টারগুলো প্রায় যাত্রী শূণ্যই দেখা গেছে। টিকিট বিক্রেতারা জানান, বাস মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু ছুটির দিন না হওয়ায় প্রথম দিনে তেমন বিক্রি হয়নি। অবশ্য সকাল ১০টার পর থেকে বিক্রি বাড়তে পারে বলে আশা করছেন তারা। ভোরে হাতেগোনা কয়েক যাত্রী দূরপাল্লার বাসের আগাম টিকিট কেটেছেন। তারা জানান, ঝামেলা এড়াতে সাহরীর পর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের অভিযোগ, স্বল্প সংখ্যক যাত্রী হবার পরও সার্ভারে সমস্যা হওয়ায় টিকিট পেতে বিলম্ব হয়েছে।