ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

নব দম্পতি তৌসিফ-তিশা

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার

তানজিন তিশা। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। নিজের সুঅভিনয় দিয়ে ইতিমধ্যে দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে ব্যস্ত আছেন ছোট পর্দার কাজ নিয়ে। টিভি নাটক-মিউজিক ভিডিও এবং ইউটিউবের জন্য সমানতালে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি ঈদের জন্য এই গ্ল্যামারাস কন্যা একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। কণ্ঠশিল্পী রনির ‘শেষ কবে’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে নান্দনিক উপস্থাপনায় থাকছেন তিনি। গানটির সুর-সংগীত করেছেন সেতু চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এটিতে তিশা জুটি বেঁধেছেন অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে তিশা বলেন, আমি ও তৌসিফ নব দম্পতি। এমন চরিত্রেই এখানে কাজ করেছি। তৌসিফ ব্যস্ত থাকে স্টেজ শো নিয়ে। এদিকে আমি ক্রমশ একা হয়ে পড়ি। এর আগে এমন চরিত্রে কাজ করার অভিজ্ঞতা হয়নি আমার। ভিডিও কনসেপ্ট অনেক ভালো। এবারের ঈদ আয়োজনে এটা আমার অন্যতম ভালো লাগার কাজ হলো।

অপরদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছে তার অভিনীত নাটক ‘জীবন’। নাটকটির গল্প, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এ নাটকে তিনি জুটি বেঁধে অভিনয় করেছেন অপূর্বর সঙ্গে। এরইমধ্যে নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে বলে জানান তিনি।

তিশার বলেন, রমজানকে উপলক্ষ করেই এই নাটকটি নির্মিত হয়েছে। এই নাটকে আমি ধার্মিক ও বেশ গোছানো একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। ইবাদত, পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার চেষ্টায় আমার সময় কাটে। চরিত্রটি সত্যি অনেক মজাদার।

এদিকে তিশা বর্তমানে আসছে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছন। ঈদে তাকে একাধিক নাটকে দেখা যাবে। এরইমধ্যে ঈদের জন্য মাবরুর রশিদ বান্নার ‘ছাত্র’ ও ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’, ‘রাহাত মাহমুদের ‘আমার দোসর যে জন’, রিংকুর ‘সিগন্যাল’, বিইউ শুভর ‘ভেতর বাহির’, বিপ্লবের ‘বাবাকে বলে দেবো’, আদিত্য জনির ‘অথৈ নিলিমা’ নাটকগুলোর কাজ শেষ করেছেন।

ঈদের কাজের ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ঈদের সময় দর্শকের টিভি নাটক-টেলিছবির প্রতি আগ্রহ থাকে বেশি। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে দর্শক পছন্দের শিল্পীদের নাটক দেখার চেষ্টা করে। আমি চেষ্টা করছি ঈদের জন্য বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার। প্রতিটি নাটকে আমি ছাড়াও আরো জনপ্রিয় শিল্পীরা অভিনয় করছেন। আশা করছি ঈদে দর্শকের বিরক্তির কারণ হবো না।

এসএ/