ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

রংসাইডে এমপি-মন্ত্রীর গাড়ি হলেও জরিমানা : কাদের

প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৭ মে ২০১৮ রবিবার

মহাসড়কে রংসাইড দিয়ে এমপি-মন্ত্রীর গাড়ি চললেও জরিমানা করতে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে ফেনী সার্কিট হাউজে `মহাসড়কে যানজট নিরসনে করণীয়` শীর্ষক আলোচনা সভায় পুলিশকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদে যাতে সবাই নিরাপদে বাড়িতে পৌছতে পারে যেজন্য মহাসড়কে যানজট কমাতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন ফেনীর ফতেহপুর অংশে যে তীব্র যানজট সৃষ্টি হতো তা এখন নেই। এখানে ফতেহপুর ওভারপাসের ঢাকামুখী দুটি লেন খুলে দেওয়া হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যে পুরোটা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এখন কুমিল্লার দাউদকান্দি এলাকায় যানজটের সৃষ্টি হয়। সেটিও দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন রাস্তার মেঘনা, গোমতী ও কাঁচপুরে এক লেন হয়ে যায়। ঢাকা থেকে আট লেন হয়ে আসলেও এখানে এক লেন। যানজন নিরসনে এ তিনটি সেতু নির্মাণের কাজ চলছে। এ তিনটি বিকল্প সেতু নির্মাণ হলে মহাসড়কে আর যানজট থাকবে না।

 টিআর / এআর