ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

হলুদ তরমুজ

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার

হলুদ তরমুজ। কি অবাক হচ্ছেন? হ্যাঁ আমাদের দেশেই শুরু হয়েছে এ জাতের তরমুজ চাষ।
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হলুদ জাতের তরমুজের চাষ হয়েছে। সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের তিনজন কৃষক বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন এ তরমুজের চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো।
হলুদ তরমুজের ক্ষেত দেখার জন্য জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন আসছে গাড়াবাড়িয়ায়। এরই মধ্যে শুরু হয়েছে তরমুজ বিক্রি। ক্ষেত থেকে তরমুজ তুলে ঢাকা ও চট্টগ্রামে নিয়ে যাচ্ছে কৃষকরা। দামও পাচ্ছে ভালো।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, হলুদ রঙের তরমুজের নাম গোল্ডেন ক্রাউন। অন্যান্য তরমুজ যেভাবে চাষ হয়ে থাকে, একই পদ্ধতিতে এই তরমুজেরও চাষ করা হয়।
/ এআর /