ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

মাহমুদ আব্বাসের ‘মৃত্যুর গুজব’!  

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৫৩ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের (৮২) `মৃত্যুর গুজব` ছড়িয়ে পড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন এমন খবর বেরিয়েছে। তবে তার দল ফাতাহ আজ এ গুজবকে অসত্য বলে নাকচ করে দিয়েছে।

ফাতাহর মুখপাত্র ওসমান আল-কাশমি জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার অবস্থা এখন অনেক ভালো। তার মৃত্যু নিয়ে যা রটনা হচ্ছে তা পুরোটাই গুজব।

সম্প্রতি গাজা উপত্যকায় উত্তেজনার মধ্যে হাসপাতালে ভর্তি হন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কানে ‘ছোটখাট’ একটি অস্ত্রোপচারের জন্য দেশটির রামাল্লার ইস্তিসারি হাসপাতালে ভর্তি হন তিনি।

জানা যায়, গত ২০ মে মাহমুদ আব্বাস ফুসফুস ও কানের সমস্যা নিয়ে পশ্চিম তীরের রামাল্লা শহরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক দিন পর প্রচণ্ড জ্বর নিয়ে আবার তিনি হাসপাতালে ভর্তি হন।

মাহমদু আব্বাস এমন এক সময় হাসপাতালে যখন জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজা সীমান্তে বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে অর্ধ শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে।

এসি