ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

ছিন্নমূল মানুষের ইফতারে জোটে মুড়ি বা বাসি ভাত [ভিডিও]

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার

রমজানে ইফতার ঘিরে নগরবাসীর জমজমাট আয়োজন চলে মাসজুড়েই। কিন্তু একই শহরে বসবাসরত বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের জীবনে নেই আয়োজনের ছিটেফোটা।

কখনো কখনো মুড়ি অথবা বাসি ভাত-তরকারি দিয়েই ইফতার করতে হয় নিম্ন আয়ের এ’সব মানুষদের।

রাজধানীর কারওয়ান বাজার রেললাইন বস্তি; এখানকার ছিন্নমূল মানুষের ইফতারের প্রতিদিনের চিত্র এমনই। কখনও শুধু মুড়ি আবার কখনও বাসি ভাত-তরকারি দিয়েই ইফতার করতে হয় তাদের।

তিন বেলা আহার যোগাতে হিমশিম খাওয়া এ’সব মানুষের কাছে ইফতারির জন্য বাড়তি আয়োজন যেন বিলাসিতা। 

একই চিত্র রাজধানীর কড়াইল বস্তিতে। অন্যের বাসা থেকে পাওয়া খাবার দিয়ে ইফতার করেন অনেকে।

আবার কোথাও কোথাও চাঁদা তুলে একসঙ্গে ইফতার করে ছিন্নমূল মানুষ।

স্বল্প আয়ের এ’সব মানুষকে মূলধারায় ফেরাতে সরকারি প্রচলিত কর্মসূচির বাস্তবায়ন চেয়েছেন সমাজবিজ্ঞানী মনিরুল ইসলাম খান।

বিত্তবানদের সহযোগিতা কিছুটা হলেও বদলে দিতে পারে নিন্ম আয়ের এ’সব মানুষের ইফতারের চিত্র।