ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

স্বামীর খুনি সাজাতে চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে, অন্তঃস্বত্ত্বা নারীকে রিমান্ডে মানসিক নির্যাতনের অভিযোগ

প্রকাশিত : ১২:০৯ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:১০ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার

পরিকল্পিতভাবে স্বামীর খুনি সাজাতে চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে এক অন্তঃস্বত্ত্বা নারীকে রিমান্ডে নিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তাসমিন খাদিজা সোনিয়া নামের ঐ নারী। তিনি জানান, তার স্বামী ওবায়দুল হক ২০১৫ সালের ২৬ জুন ঢাকার কলাবাগানে নর্থ সার্কুলার রোডে এক আত্মীয়ের গুলিতে নিহত হন। সেসময় তিনি অšতঃস্বত্ত্বা ছিলেন। হত্যাকান্ডের পর পুলিশ তাকে তিনদিনের রিমান্ডে নিয়ে মানসিক নির্যাতন করে পরকিয়া সম্পর্কের কারণে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করে বলে তিনি দাবি করেন।