ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

শুরু হয়েছে রেলের আগাম টিকেট বিক্রি, আজ দেওয়া হচ্ছে ১ জুলাইয়ের টিকেট

প্রকাশিত : ১২:১০ পিএম, ২২ জুন ২০১৬ বুধবার | আপডেট: ১২:১০ পিএম, ২২ জুন ২০১৬ বুধবার

ঈদ উল ফিতর উপলক্ষ্যে শুরু হয়েছে রেলের আগাম টিকেট বিক্রি। কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশেনের কাউন্টার থেকে আজ দেওয়া হচ্ছে ১ জুলাইয়ের টিকেট। খুব বেশি ভিড় বা লম্বা সাড়ি না থাকলেও নির্বিঘেœ পরিবারের সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই কমলাপুর হাজির হয়েছেন কেউ কেউ। নিজের কাঙ্খিত টিকেট পেতে অনেকে সেহেরি খেয়েছেন স্টশনে, কেউবা অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঘুমিয়ে পড়েন। অনেকেই সময় কাটিয়েছেন তাস খেলে। তবে তাদের চাওয়া সুন্দর ও সুশৃঙ্খলভাবে টিকেট নিয়ে সবাই যাতে বাড়ি ফিরতে পারে। সব রকম নিরাপত্তা দিতে স্টেশন জুড়ে রয়েছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের ক্যাম্প।