ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

ইঅারএফের নতুন যাত্রা

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার

দেশের অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইঅারএফ। সংগঠনটি পূর্ণ করলো যাত্রার দুই যুগ। দুই যুগ পূর্তি ও নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে অাজ বৃহস্পতিবার রাজধানীর পল্টন টাওয়ারে `অাপনালয়ে ইঅারএফ` শিরোনামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত।

সংগঠনের সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের মূল চালিকা শক্তি অর্থনীতি। অর্থনৈতিক সাংবাদিকরা সেই চালিকা শক্তিকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে একদিকে যেমন অগ্রযাত্রাকে সহায়তা করছেন অন্যদিকে তেমনি বিভিন্ন ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে রাষ্ট্রকে অনেক বড় ঝুঁকি থেকে রক্ষা করছেন।

বক্তারা আরও বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের এখন দুর্বার যাত্রা। এই যাত্রায় অনেক বাধাবিপত্তি পেরিয়ে সাংবাদিকদের কাজ করতে হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের একদিকে যেমন অনেক প্রস্তুতি প্রয়োজন, তেমনি প্রয়োজন সততার প্রশ্নে অবিচল থাকা। সেক্ষেত্রে ইঅারএফ সাংবাদিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হবে।

অাঅা/এসএইচ/