ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সংলাপ আজ

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৩ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪২ পিএম, ২৩ জুন ২০১৬ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিরাপত্তা নিয়ে আজ দেশটির সঙ্গে ৫ম অংশীদারিত্ব সংলাপে বসছে বাংলাদেশ। সংলাপে অংশ নিতে গেলো বুধবার পররাষ্ট্র সচিব এম. শহীদুল হকের নেতৃত্বে বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দল ওয়াশিংটন পৌঁছান। অংশীদারিত্ব সংলাপে জঙ্গি, সন্ত্রাস দমন ও নিরাপত্তা ইস্যু প্রাধান্য পাবে। গুপ্তহত্যা ও জঙ্গি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি এবং এর আলোকে জঙ্গিবিরোধী অভিযানের কথা তুলে ধরবে বাংলাদেশ। সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের  নেতৃত্ব দেবেন স্টেট ডিপার্টমেন্টের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন।