ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

সেই হারের শোধ আজও নিচ্ছে ফ্রান্স

প্রকাশিত : ১০:৪৪ এএম, ২ জুন ২০১৮ শনিবার

২০০৬ সালে বিশ্বকাপের ফাইনালে জিনেদিন জিদানের সেই মাথা দিয়ে ঠুস দেওয়ার ঘটনা মনে আছে? ওই বিশ্বকাপের ফাইনালে ইতালির কাছে ট্রাইব্রেকারে হারে ফ্রান্স। এর পর থেকে দুদলের মুখোমুখি লড়াইয়ে টানা ৬ ম্যাচে অজেয় ফ্রান্স, যার ৫টিতেই রয়েছে জয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবারও ইতালিকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।

ইতালির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে ৩-১ গোলের জয় পায় ফ্রান্স। এর আগে গত সোমবার সৌদি আরবকে হারিয়ে নিজেদের খুঁজে ফিরছিলো মানচিনির শিষ্যরা। বালাতেল্লিকে চার বছর পর দলে জায়গা দিয়ে ইতালিকে আবারও শক্ত অবস্থানে নিয়ে যেতে চাইছেন মানচিনি। কিন্তু গতকাল আর সে রক্ষা হলো না। ফ্রান্সের বিপক্ষে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

ফ্রান্সের পক্ষে স্যামুয়েল উমটিটি, অ্যানটনি গ্রিজম্যান ও উসমান দেমবেল একটি করে গোল করেন। অন্যদিকে ইতালির হয়ে লিওনার্দো বনোচি কেবল ব্যবধান-ই কমিয়েছেন। এর আগে গত সোমবার আয়ার‌ল্যান্ডকে ২-০ গোলে হারায় ফ্রান্স।

সূত্র: বিবিসি
এমজে/