ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

বরিশালে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে ১ ডাকাত নিহত

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৪ জুন ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৪৮ পিএম, ২৪ জুন ২০১৬ শুক্রবার

বরিশালের বানারীপাড়ার পূর্ব শাখারিয়ায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, পূর্ব শাখারিয়ায় ডাকাতির উদ্দেশে কয়েকজন ডাকাত অবস্থান করছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দুলাল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পালিয়ে যায় অন্য সদস্যরা। ঘটনাস্থল থেকে ৮ রাউন্ড গুলি, ২টি পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।