ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

ছক্কা হাকালেন মেহজাবিন

প্রকাশিত : ০২:৪০ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০২:৪০ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। আসছে ঈদে একাধিক নাটকে দেখা যাবে তাকে। তবে এরইমধ্যে তিনি ঈদের জন্য ছক্কা হাকালেন।

হালের জনপ্রিয় এই অভিনেত্রী ইতিমধ্যে শেষ করেছেন মিশুক মনির ‘রঙিন খামে ধুলো পড়া চিঠি’, মুরসালিন শুভর ‘আগুন’, আজাদ আল মামুনের ‘শেষ পৃষ্ঠা’, ইমরাউল রাফাতের ‘নীরবতা’, জাকারিয়া সৌখিনের ‘জলসা ঘর’ ও বৃন্দাবন দাসের ‘সুর বিবাগী’ শিরোনামের হাফ ডজন নাটক। প্রতিটি নাটকেই তাকে দেখা যাবে বৈচিত্র্যময় চরিত্রে।

এসএ/