ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

বিনামূল্যে নারীদের জন্য প্রশিক্ষণ

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার | আপডেট: ১০:২১ এএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট’ নারীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রশিক্ষণের পাশাপাশি প্রার্থীকে সরকারি সার্টিফিকেট এবং ভাতা প্রদান করা হবে। বাগেরহাটের মোড়েলগঞ্জ তুলাতলায় অবিস্থত মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ৪ টি বিষয়ে এ প্রশিক্ষণ দেবে।  

কোর্সের নাম

১) ড্রেস মেকিং এন্ড টেইলরিং

শিক্ষাগত যোগ্যতা

জে.এস.সি/জে.ডি.সি/সমমান

২) কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন

শিক্ষাগত যোগ্যতা

কমপক্ষে এস.এস.সি পাস/সমমান

৩) বিউটিফিকেশন (বিউটি পার্লার)

শিক্ষাগত যোগ্যতা

জে.এস.সি/জে.ডি.সি/সমমান

৪) আধুনিক গার্মেন্টস (সুইং মেশিন মেইনটেনেন্স ও অপারেশন)

শিক্ষাগত যোগ্যতা

জে.এস.সি/জে.ডি.সি/সমমান

যোগাযোগের ঠিকানা

মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, মহিলা বিষয়ক অধিদপ্তর, তুলাতলা, পো: পোলেরহাট, উপজেলা: মোড়েলগঞ্জ, জেলা: বাগেরহাট। আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদনপত্র সরাসরি/হাতেহাতে জমা দিতে পারবেন। আবেদনপত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.watibagerhat.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের সময়মীমা

আগ্রহী প্রর্থীরা ৩০ জুন, ২০১৮ তারিখের মধ্যে অফিস চলাকালিন সময়ে আবেদনপত্র পাঠাতে পারবেন।

এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য-০১৭৮৪৩১৩৪৯৯, ০১৭১১০৫৯৮০৭, ০১৭১৮৬৬৪৯৯৮, ০১৭১৭৮১০৪০৬ এবং ০১৭২১৮৫৪৭৭১ নাম্বারে যোগাযোগ করুন।

এমএইচ/এসি