ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

ফুটবলের বিভিন্ন বিভাগে সেরা তারকাদের পুরষ্কৃত করেছে স্পেনের দৈনিক মার্কা

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৩০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার

real awardফুটবলের বিভিন্ন বিভাগে সেরা তারকাদের পুরষ্কৃত করেছে স্পেনের দৈনিক মার্কা। মাদ্রিদে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। লা-লিগায় গত আসরের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তৃতীয়বারের মত মার্কার মর্যাদাবান এই পুরষ্কার জেতেন। সেরা কোচ নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়া কার্লোস আনচেলেত্তি। এছাড়া স্পেন জাতীয় দলে অসামান্য নৈপুন্য দেখিয়ে পুরষ্কার জেতেন সার্জিও রামোস। লা-লিগার শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। শ্রেষ্ঠ গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বার্সার ক্লাডিও ব্রাভো।