ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী থেকে সুতা তৈরি (ভিডিও)

প্রকাশিত : ১১:২১ এএম, ৪ জুন ২০১৮ সোমবার | আপডেট: ০৭:৫৫ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার

পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী থেকে সুতা তৈরি হচ্ছে চাঁদপুরে। এতে শহরের পরিবেশ দূষণমুক্ত হওয়ার পাশাপাশি সুযোগ হচ্ছে কর্মসংস্থানের। স্থানীয় চাহিদা পূরণ করে এই সুতা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে।

শহরের অলি-গলি থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করা হয় এই কারখানায়। এরপর তৈরি হয় কেঁকড়া নামে পরিচিত এক ধরনের সুতা।

নতুন এই সুতা তৈরির ফলে শহরের পরিবেশ দূষণ মুক্ত হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে বেশকিছু মানুষের।

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সুতা সারাদেশে ছড়িয়ে দেয়া সম্ভব বলে জানান কারখানার মালিক।

এমন পরিবেশবান্ধব কারখানা সারাদেশেই অনুকরণীয় হতে পারে বলে মনে করেন বিসিক কর্মকর্তা।

মাটি ও পরিবেশ রক্ষায় সারাদেশেই কেঁকড়া সুতা তৈরির উদ্যোগ নেবে সরকার- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।