ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

দুই সপ্তাহের মধ্যে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করতে যাচ্ছে কানাডা

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:২৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার

canadaআগামী দুই সপ্তাহের মধ্যে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করতে যাচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বিমান হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আসবে না। আগামী ২২শে ফেব্র“য়ারির পর মার্কিন নেতৃত্বাধীন জোট থেকে ৬টি বিমান প্রত্যাহার করে নেয়ার কথা জানান তিনি। তবে আইএস বিরোধী লড়াইয়ে বিশেষ বাহিনীর সদস্য সংখ্যা সা বাড়িয়ে ৮৩০ করতে যাচ্ছে কানাডা। ২০১৭ সাল পর্যন্ত মার্কিন জোটের অংশ হিসেবে কাজ করবে তারা। এছাড়া নিরাপত্তা এবং মানবিক সহায়তা প্রদানসহ পুরো মিশনে সব মিলিয়ে ১১৫ কোটি ডলার ব্যয় করবে কানাডা।