ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪,   বৈশাখ ২৯ ১৪৩১

২০১৮ এর প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বাজারে শীর্ষে স্যামসাং

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার

২০১৮ সালের প্রথম প্রান্তিক অর্থ্যাত জানুয়ারি থেকে মার্চ মাসে স্মার্টফোনের বিশ্ব বাজারে শীর্ষে আছে স্যামসাং। বৈশ্বিক অনুসন্ধান ও উপদেশক প্রতিষ্ঠান গার্টনারের এক প্রতিবেদন অনুযায়ী, এই শীর্ষস্থান দখল করেছেন দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব বাজারের ২০ দশমিক ৫ শতাংশ অংশ নিজেদের দখলে রেখেছে স্যামসাং। প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী প্রায় ৭৮ দশমিক ৫৬৪ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি হয় স্যামসাং এর।

তালিকার শীর্ষে কোরিয়ান এই ব্র্যান্ড থাকলেও, বাজারের বেশিরভাগ দখল চীনা ব্র্যান্ডগুলোর কাছে। চীনা প্রতিষ্ঠানগুলো বাজারের প্রায় ৭০ শতাংশ দখল করে আছে। স্যামসাং এর পরে তালিকার শীর্ষ পাঁচের পরের স্থানগুলোতে আছে অ্যাপল, হুয়াওয়ে, শাওমি এবং অপ্পো।

এদিকে গত ২০১৭ সালের তুলনায় চলতি বছরের স্মার্টফোনে বাজার বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয় ঐ প্রতিবেদনে। ২০১৭ এর তুলনায় ২০১৮ এর প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রি বৃদ্ধি পায় ১ দশমিক ৩ শতাংশ।   

//এস এইচ এস//