ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৫ জুন ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৫৪ পিএম, ২৫ জুন ২০১৬ শনিবার

ঢাকা-চট্টগ্রাম রুটে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ফলে বাংলাদেশ রেলওয়েতে আরও একটি ট্রেন যুক্ত হলো। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে ১৬টি যাত্রীবাহী বগি রয়েছে। এতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের পাশাপাশি সাধারণ কোচও রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশের মতো বাংলাদেশেও পাতাল রেল ও বুলেট রেল চালু হবে। সোনার বাংলা এক্সপ্রেস চালুর পাশাপাশি রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার এবং বনশ্রী-হাতিরঝিলকে সংযোগকারী দুটি ইউলুপের শুভ সূচনাও করেন প্রধানমন্ত্রী। এতে রাজধানীতে যানজট অনেকটাই কমে যাবে বলে আশা করেন তিনি।