ঢাকা, শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৫ ১৪৩২

বিমান বাহিনীর প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৩০ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার

এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে বিমান বাহিনী প্রধান নিয়োগ দিয়েছে সরকার। সেই সঙ্গে তাকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

মাসিহুজ্জামানকে আগামী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দিয়ে গতকাল সোমবার আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, যা ১২ জুন থেকে কার্যকর হবে।

বিমান বাহিনীর প্রধান পদে তিনি এয়ার চীফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরারের বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১২ জুন থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে তাকে অবসর দিয়ে সোমবার আলাদা আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আবু এসরার প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে আদেশে বলা হয়েছে।
/ এআর /