ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

মেহেরপুরের ভাটপাড়া কুঠিবাড়িতে ইকো পার্ক (ভিডিও)

প্রকাশিত : ১১:১১ এএম, ৬ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০৭:১৩ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার

ঐতিহাসিক মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া কুঠিবাড়িতে গড়ে তোলা হচ্ছে ইকো পার্ক। অযতœ, অবহেলা আর দখলদারদের হাত থেকে মুক্ত করে ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা হচ্ছে স্থানীয়দের। দ্রুত পার্কটির কাজ শেষ হলে কর্মসংস্থানও হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রত্মতাত্তিক নিদর্শন মেহেরপুরের ভাটপাড়া নীলকুঠি। যা আজও ব্রিটিশ বেনিয়াদের নির্যাতনের সাক্ষী হয়ে রয়েছে। অযতœ, অবহলায় কুঠিবাড়ির কাঁচারিঘর, জেলখানা, মৃত্যুকুপ ও ঘোড়ার আস্তাবল হারিয়ে যাবার পথে। খোয়া গেছে ভবনের অধিকাংশ ইট-পাথরও।

১৮১৮ থেকে ১৮২০ সালের মধ্যবর্তী সময়ে মেহেরপুরর বেশ কয়েকটি স্থানে নীলকুঠি স্থাপন করে বিট্রিশরা। এরমধ্যে অন্যতম ভাটপাড়ার এই কুঠিটি। কাজলা নদীর তীরে প্রায় ৩৩ একর জমির ওপর ৮০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থের কুঠিবাড়ী নির্মিত হয়।

দখলদারদের কবল থেকে কুঠিবাড়িটি মুক্ত করে ২০১৭ সালের শুরু করা হয় ইকো পার্কের কাজ। ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা।

ঐতিহ্য রক্ষার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা হওয়ায় সন্তোষ জানান স্থানীয়রা।

সংগ্রামী বাঙ্গালির বীরগাথা নতুন প্রজন্মকে জানাতে স্মৃতিস্তম্ভ  স্থাপনের পরিকল্পনার কথা জানালেন সংশ্লিষ্টরা।

দর্শনীয়স্থানের পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানালো জেলা প্রশাসন।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক স্থাপনা রক্ষার আহ্বান সচেতন মহলের।