ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ পেলেন আবদুল মান্নান   

প্রকাশিত : ০৮:১১ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার

অবসরপ্রাপ্ত সচিব আবদুল মান্নানকে (কবি আসাদ মান্নান) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আবদুল মান্নানকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি সাবেক সচিব আবদুল মান্নানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এবং বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া অর্থাৎ ২ নভেম্বর ২০২২ সল পর্যণ্ত জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।’

আবদুল মান্নানকে নিয়োগের পর পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আসাদ মান্নান (আবদুল মান্নান) এবং মোহাম্মদ সাদিক দু`জনই সত্তরের দশকের অন্যতম কবি।

কেআই/এসি