রোহিঙ্গা সংকটে বিশ্ব শান্তিসূচকে বাংলাদেশের অবনতি
প্রকাশিত : ১১:১৫ এএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার

রোহিঙ্গা সংকটের কারণে বিশ্ব শান্তিসূচকে বাংলাদেশের অবনতি হয়েছে। ১০ ধাপ কমে তা দাঁড়িয়েছে ৯৩ এ। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা সংস্থা- ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস- আইইপির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। তবে, উন্নতি হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাস দমনে।
রোহিঙ্গা সংকটের প্রভাব পড়েছে দেশের শান্তিতে। এ বছর বিশ্ব শান্তিসূচকে ১৬৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম। গত বছর যা ছিল ৮৪।
ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস-আইইপির প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাস দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা আগের চেয়ে উন্নতি হয়েছে। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার বাংলাদেশ।
গত বছরের আগস্টে মিয়ানমারে সহিংসতা শুরু হলে, বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখের বেশি রোহিঙ্গা। এ ঘটনায় মিয়ানমারের শান্তিসূচকের অবনতি হয়।
প্রতিবেদন আরো বলা হয়, গত ১০ বছরে পৃথিবী সবচেয়ে অশান্ত ছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে যুদ্ধ ও সংঘাত বেড়েছে।
ইনডেস্ক অনুযায়ী ২০১৭ সালে ৯২টি দেশ আরও অশান্ত হয়েছে। আর ৭১টি দেশে পরিস্থিতির উন্নতি হয়েছে।