ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন করা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩:০০ পিএম, ২৬ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৩:০০ পিএম, ২৬ জুন ২০১৬ রবিবার

খাদ্যে ভেজাল ঠেকাতে দ্রুত নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন করা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ভেজাল খাদ্য তৈরী করলে কোন প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না বলে হুঁশিয়ারি করেন মন্ত্রী। খাদ্য আইন বাস্তবায়নের পর উৎপাদন পর্যায় থেকেই অভিযান চালানো হবে বলেও জানান তিনি।