ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

ওসমানী বিমানবন্দরে ৬০ স্বর্ণের বার জব্দ

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৬০টি স্বর্ণের বারসহ ইকবাল হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। জব্দকৃত ৯ কেজি ৯০০ গ্রাম ওজনের স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৮৬ লাখ টাকা।

শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ওমানের মাসকট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি-২২২ সিলেট ওসমানী বিমানবন্দরে আসার পর স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ইকবাল হোসেন চট্টগ্রামের সাজকানি থানার মধ্যম কাঞ্চন এলাকার শেখ আহমদের ছেলে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, ইকবাল ওমানের রাজধানী মাসকট থেকে সিলেটে আসেন শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে। তার সিট নং ৩১ এইচ’এ নিচে স্বর্ণের বারের ব্যাগ না রেখে পাশের সিট ৩৭ জে এর নীচে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখে। যাতে ধরা পড়লে তার জড়িত থাকার বিষয়টি প্রকাশ না পায়। যাত্রীরা বিমান থেকে নামার পর তিনি ওই সিটের নিচ থেকে স্বর্ণের বার রাখা ব্যাগ নিয়ে বের হতে গেলে সন্দেহ হলে ব্যাগটিতে তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। এরপর স্বর্ণের বারগুলো ধরা পড়ে। এ ঘটনায় তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একে//