ঢাকা, শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৫ ১৪৩২

ঈদে জঙ্গি হামলার কোনো হুমকি নেই: আইজিপি

প্রকাশিত : ১১:৪৮ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:১৩ এএম, ৯ জুন ২০১৮ শনিবার

ঈদে সারাদেশে জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশের আইজি ডক্টর জাবেদ পাটোয়ারি।

ঈদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কিছু দেখছেন না বলে জানান তিনি। তারপরও পুলিশ বাহিনী সতর্ক থাববে বলেও জানান আইজিপি।

তিনি বলেন, প্রতিটি ঈদ জামাত যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে প্রস্তুতি নেয়া হয়েছে।   

রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে এক অনুষ্ঠান শেষে পুলিশের আইজি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কথা বলেন সাংবাদিকদের সাথে। ঈদে জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানান তিনি।

আইজিপি বলেন, ঈদের জামাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

সহিংসতা প্রতিরোধে সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক।  

উল্লেখ্য ২০১৬ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে মাত্র ২ মিনিটের দূরত্বে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা।

দেশের সবচে বড় ঈদ জামাতের কাছে বোমা হামলা ও গোলাগুলিতে দুই কনস্টেবল, এক নারী ও এক জঙ্গি নিহত হয়।   

ভিডিও:

এসি