জি-৭ নেতাদের সঙ্গে ট্রাম্পের তীব্র বাদানুবাদ
প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৪৭ এএম, ৯ জুন ২০১৮ শনিবার

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন গ্রুপ অব সেভেন (জি-৭) এর অন্য ছয় জাতির নেতাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জের ধরে সম্মেলনে পরিবেশ ও জলবায়ু আলোচনায় নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
এদিকে সম্মেলন শুরুর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের ঘরমুখো নীতির তুমুল সমালোচনা করেন। অ্যালোমিনিয়াম ও স্টিলের উপর করারোপের কারণে বেজায় চটেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো।
শুক্রবার থেকে কানাডার কুইবেকে শিল্পোন্নত ৭ দেশ দুই দিনব্যাপী জি-৭ সম্মেলন শুরু হয়েছে। জি-৭ভুক্ত সাত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জাপান, জার্মানি ও ইতালি বিশ্বের ৬০ শতাংশ অর্থনীতি নিয়ন্ত্রণ করে।
ট্রাম্পের সঙ্গে ম্যাক্রোঁ ও ট্রুডোর কথার লড়াইয়ের পর হোয়াইট হাউস জানিয়েছে, সম্মেলনে জলবায়ু ইস্যুতে আলোচনায় অংশ নেবেন না প্রেসিডেন্ট। তার পরিবর্তে এক মার্কিন প্রতিনিধি আলোচনায় অংশ নেবেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এই অপরিণামদর্শী ও একমুখো নীতির কারণে অন্য মিত্রদের সঙ্গে তার দুরত্ব আরও বাড়বে।
ইউরোপীয় দেশগুলোর নেতারা বলেছেন, বাধ্য হলে ট্রাম্পকে ছাড়াই নিজেদের মধ্যে চুক্তি করবেন তারা। মার্কিন প্রেসিডেন্ট যদি ‘বিচ্ছিন্ন থাকতে চান’ তাহলে বাকিরা নিজেদের মধ্যে চুক্তিতে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। উল্লেখ্য, জি-৭ ব্যবসায়িক সংগঠন হলেও বর্তমানে সংগঠনটি আন্তর্জাতিক ইস্যু নিয়েও কাজ করতে আগ্রহী।
সূত্র: বিবিসি
এমজে/