ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

সন্তান অপরিণত হবে কি-না জানাবে রক্ত পরীক্ষা

প্রকাশিত : ১১:২৭ এএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ১১:১৭ এএম, ১৩ জুন ২০১৮ বুধবার

নতুন এক ধরণের রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যাবে শিশুর জন্মের তথ্য। এমনকি ঝুঁকিতে থাকা গর্ভবতী নারী নির্ধারিত সময়ের কত আগে সন্তান প্রসব করতে চলেছেন, তাও জেনে নেওয়া সম্ভব হবে।

যুক্তরষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ডেনমার্কের কোপেনহেগেনের স্টাটেনস সেরাম ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী যৌথভাবে স্বল্প ব্যয়ের এ পদ্ধতিটি উদ্ভাবন করেছেন।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স এ সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করেছে। নিবন্ধতিতে বলা হয়েছে, স্বল্প ব্যয়ের এ পদ্ধতি অবলম্বন করে জানা সম্ভব যে, কোনও গর্ভবতী নারী পরিণত সন্তান প্রসব করতে চলেছেন কি-না। সময়ের আগে প্রসবের ৮০ শতাংশ তথ্য নিশ্চিত হওয়া সম্ভব এ পদ্ধতিতে।

এই রক্ত পরীক্ষা পদ্ধতি অবলম্বন করে নবজাতক ও মাতৃমৃত্যুর হার এবং প্রসবকালীন জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে আশা বিশেষজ্ঞদের।

সূত্র: বিবিসি

একে//