ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

কোন টেলিভিশনে দেখাবে রাশিয়া বিশ্বকাপ?

প্রকাশিত : ০১:১৯ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০২:০০ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪দিন বাকি। আগামী ১৪ জুন থেকে গোটা বিশ্বের চোখ থাকবে রাশিয়ায় ১২টি ভেন্যুতে। তবে বাংলাদেশ থেকে মাত্র ২৯০ জন দর্শক রাশিয়ার মাঠে বসে খেলা দেখতে পারবেন। তাহলে প্রশ্ন আসে বাংলাদেশি ফুটবলপ্রেমীরা কিভাবে খেলা দেখবেন? হ্যা, অন্যান্য বারের মতো এবারও বাংলাদেশের বেশ কয়েকটি স্যাটেলাইট টেলিভিশন রাশিয়া বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে।

জানা গেছে, টেরেস্টরিয়েল চ্যানেল মাছরাঙ্গা এবং নাগরিক টেলিভিশন বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া সরকারি টেলিভিশন বিটিভির মাধ্যমেও বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন।

বিশ্বকাপের টিকিট কিনতে পারবেন যে বাংলাদেশিরা:

জানা গেছে, বাংলাদেশি ফুটবলপ্রেমীরা রাশিয়া বিশ্বকাপের টিকিট কেবল বাফুফের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বাফুফের নির্বাহী কমিটির সদস্য, বাফুফের সদস্য সংস্থাগুলোর কর্মকর্তা, ক্লাব কর্মকর্তা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, বাফুফের কর্মকর্তা ও ফুটবলাররা। একজন দুটির বেশি টিকিটের জন্য আবেদন করতে পারবেন না। প্রতি ম্যাচেরই তিন ক্যাটাগরির টিকিট পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এমজে/