ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

মস্কোর মনোমুগ্ধকর স্পার্টাক স্টেডিয়াম (ভিডিও)

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার | আপডেট: ১১:৩৪ এএম, ১৩ জুন ২০১৮ বুধবার

মস্কোর স্পার্টাক স্টেডিয়ামটি ওতক্রিতি এরিনা নামেই সকলের কাছে বেশি পরিচিত। ২০১৪ সালে সকলের জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়া হয়। তখনই নতুন নামকরণ করা হয় স্পার্টাক স্টেডিয়াম। রাশিয়ার ফুটবল ইতিহাসে অন্যতম সফল ক্লাব এফসি স্পার্টাক মস্কোর হোম গ্রাউন্ড এই স্টেডিয়াম। এই ভেন্যুর অন্যতম ঐতিহ্য হলো ক্লাবের প্রতিষ্ঠাতা স্তারোস্তিন ভাইদের বিশালাকার মূর্তি রয়েছে এখানে। এক পাশের গোলপোস্টের পিছনে যা স্থাপন করা হয়েছে।
২০১৭ সালে কনফেডারেশন্স কাপের চারটি ভেন্যুর মধ্যে স্পার্টাক স্টেডিয়াম ছিল অন্যতম এক ভেন্যু। এই স্টেডিয়ামের দর্শক আসন সংখ্যা ৪৫,৩৬০।

ভিডিও :


সূত্র : জি নিউজ
এসএ/