ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

আন্তর্জাতিক মাতৃভাষা ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটোরে জমে উঠেছে ফুল চাষ

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:২৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার

আন্তর্জাতিক মাতৃভাষা ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটোরে জমে উঠেছে ফুল চাষ। ফুলের চাহিদা বেশি থাকায় বাগাতিপাড়ার ঠেঙ্গামারা গ্রামের চাষীরা এখন ব্যাস্ত ফুল আবাদে। এদিকে এক সময় পুরোটাই পেয়ারা চাষে নির্ভর হলেও এখন ফুল চাষে সফল পিরোজপুরের ফুল চাষীরা। গোলাপ, ডালিয়া, গ্লাডিওলাস সাথে আরো নাম না জানা হরেক রঙের ফুল শোভা পাচ্ছে বিস্তীর্ণ এলাকাজুড়ে। নাটোরের ঠেঙ্গামারা গ্রামে দু’বছর আগে পরীক্ষামুলকভাবে শুরু হয় ফুল চাষ। এতে সফলতা পেয়ে অনেকেই এখন শুরু করেছেন ফুলের আবাদ। আগে যেসব জমিতে আলু, ধান কিংবা গমের মত শস্য চাষ করা হতো, সেখানে এখন নানা জাতের ফুল চাষ করেছেন চাষীরা। এদিকে, পিরোজপুরে গেলোবারের তুলনায় দ্বিগুণ হয়েছে অর্গানিক পদ্ধতির ফুল চাষ। এখানকার ফুল ও চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অর্গানিক পদ্ধতির ফুল চাষে চাষীদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। সরকারী পৃষ্ঠপোষকতা পেলে ফুল চাষের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।