ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

রাজধানীর ভাটারায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত : ০৮:০৩ এএম, ১১ জুন ২০১৮ সোমবার

রাজধানীর ভাটারা থানাধীন একশ ফিট গরুর হাট এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে ওই যুবকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মো. আমানুল্লাহ জানান, ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএ/