ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

পেট্রোবাংলার ১৭ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) ১৭ ক্যাটাগরিতে চলতি বছরের ৩০ মার্চ অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) এম. এ মাজেদ স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।

এই বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। মৌখিক পরীক্ষা ‘পেট্রোবাংলা, পেট্রোসেন্টার (৪র্থ তলা), ৩ কাওরান বাজার বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৫’ এই ঠিকানায় অনুষ্ঠিত হবে। চলতি মাসের ২৪ জুন থেকে আগামী মাসের(জুলাই) ১ তারিখ পর্যন্ত এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব মূল সার্টিফিকেট, সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সার্টিঠিকেট, ইউনিয়ন পরিষদ্-এর চেয়ারম্যান, পৌরসভা/ সিটি করপোরশন এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট সঙ্গে আনার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়াও বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের এই লিংকটি দেখুতে পারেন- https://petrobangla.org.bd/admin/attachment/webtable/663_upload_0.pdf

 

এমএইচ/ এসএইচ/