Ekushey Television

আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৩ জুন ২০১৮ বুধবার

আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ফর্মটা ভালো যাচ্ছে না অজিদের। দুদলের শেষ পাঁচ ম্যাচের চারটিতে হারের বিপরীতে মাত্র একটিতে জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এই প্রথম কোন সিরিজ খেলতে যাচ্ছে টিম অস্ট্রেলিয়া। তাই এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই জয় নিয়ে এগিয়ে যেতে চায় অজিরা। তবে, ঘরের মাঠে জয়ের জন্যই লড়বেন ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান। পাঁচ ম্যাচ ওয়ানডের পর ২৭ জুন একটি মাত্র টি-টোয়েন্টি খেলবে দুদল।